আবু সাইদ খুদরী (রা.) বলেন, রসুল [ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] মিরাজের ঘটনায় বলেন,'আমাকে কিছু লোকের নিকট নিয়ে যাওয়া হল যাদের উপর ফেরেশতাদেরকে ন্যস্ত করা হয়েছে। তারা তাদের মুখ খুলে ধরে জাহান্নামের গরম পাথর মুখে ঢুকিয়ে দিচ্ছেন, যা তাদের মুখের ভিতর দিয়ে ঢুকে পেছনের রাস্তা দিয়ে বেরীয়ে যাচ্ছে। আমি জিবরীল (আ)কে জিজ্ঞাসা করলাম এরা কারা? তিনি বললেন এরা অন্যায়ভাবে এতিমদের মাল ভক্ষণকারী তারা তাদের পেটের ভিতর আগুন ভরতে ব্যস্ত রয়েছে।'-মুসলিম, আল কাবায়ির পৃ ১০৮
:: Exclusive :
:: Latest
* Einstein o Podartho Bigganer Oikkobodhdho Motobad